২০৩০ সালের মধ্যে গ্রীনহাউস গ্যাস নিঃসরণ ৫০ ভাগ কমানোর প্রত্যয় বাইডেনের
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
হোয়াইট হাউজে ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: স্কাই নিউজ
ঢাকা (২২ এপ্রিল): যুক্তরাষ্ট্রে ২০৩০ সালের মধ্যে গ্রীনহাউস গ্যাস নিঃসরণ ৫০ ভাগ কমিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছে প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে ভার্চুয়াল জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। খবর স্কাই নিউজ।
অতিরিক্ত গ্রীনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী চীনও কানাডা, ভারত, বাংলাদেশ, ব্রাজিলসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিয়েছে।
সম্মেলনের শুরুতেই দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, ‘বিজ্ঞানকে অস্বীকার করা যায় না। আমাদের নিস্ক্রিয় থাকার মূল্য কেবল বেড়েই চলেছে। এখন আমাদের সবাইকে সক্রিয় হতে এগিয়ে আসতে হবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিজ্ঞানীরা আমাদের বলেছেন, এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার দশক। জলবায়ু সংকটের ভয়াবহ পরিণতি এড়াতে আমাদেরকে এ দশকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে।
তবে তিনি বলেন, কোন দেশের একার পক্ষে এ সংকট সমাধান করা সম্ভব হবে না। এ সংকট সমাধানে তিনি সবাইকে এগিয়ে এসে এক সঙ্গে কাজ করার আহবান জানান।
বাইডেন বলেন, আমরা যদি সবাই মিলে এটা করতে পারি, তাহলে সবাই শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো।
প্রেসিডেন্ট বাইডেনের দেওয়া এ প্রতিশ্রুতি আগের সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতির প্রায় দ্বিগুন। চার বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রীনহাউস গ্যাস নিঃসরণের প্রতিশ্রুতি দিলেও তিনি তা মানেননি। জলবায়ু পরিবর্তনে এবার যুক্তরাষ্ট্রের জোড়ালো অবস্থান এবং আস্থার প্রমাণ হিসেবেই বাইডেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
গ্রীনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে যুক্তরাষ্ট্র বেশ কিছু পদক্ষেপের কথা ভেবে রেখেছে। এর মধ্যে ‘কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট’ বা ‘কার্বন ট্যারিফ’ উল্লেখযোগ্য। এছাড়া হোয়াইট হাউস বেশি কার্বন নিঃসরণ করে এমন প্রতিষ্ঠানকে ২০৩৫ সালের মধ্যে নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
তবে যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা বলছেন, প্রেসিডেন্টের এ লক্ষ্য পূরণের প্রত্যয় দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করবে। পাওয়ার প্ল্যান্ট বা অটোমোবাইল শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা এর বিরোধিতা করবেন।






















