সংক্রমণের মধ্যেই পশ্চিমবঙ্গে চলছে ষষ্ঠ দফায় ভোট
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ইনফোগ্রাফ: আনন্দবাজার পত্রিকা
ঢাকা (২২ এপ্রিল): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গসহ ভারতের সর্বত্র করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের ৪ জেলায় বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হচ্ছে। খবর এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।
এনডিটিভি জানিয়েছে, তৃণমূল কংগ্রেসের দেরেক ও’ব্রিয়েন এবং কংগ্রেস পার্টির অধীর রঞ্জন চৌধুরী আজকের নির্বাচন স্থগিত রাখার আহবান জানালেও নির্বাচন কমিশন তাতে সাড়া দেয়নি। এর মধ্যেই ভোট গ্রহণ চলছে উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান- এ ৪ জেলার মোট ৪৩টি আসনে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল ১১টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৩৭.২৭ শতাংশ। এর মধ্যে উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট পড়েছে ৪০.৯৭ শতাংশ, নদিয়ার ৯টি আসনে ভোট পড়েছে ৩৮.১১ শতাংশ, উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ এবং পূর্ব বর্ধমানের ৮টি আসনে ৪১.০৪ শতাংশ।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হওয়ার পর কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনও বড়সড় সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে কেতুগ্রামে একটি বুথের কাছে বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কেউ হতাহত খবর হয়নি। এ ছাড়া গলসির সুজাপুর গ্রামে তৃণমূলের বিরুদ্ধে সকাল থেকেই দফায় দফায় বোমা হামলার অভিযোগ উঠেছে। সুজাপুর গ্রামবাসীদের একাংশ নিরাপত্তার অভাবে ভোট বয়কট করে বিক্ষোভও দেখিয়েছেন। অবশ্য তৃণমূলের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।