টিকা রপ্তানি জুলাই পর্যন্ত স্থগিত থাকতে পারে: আদর পুনাওয়ালা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

আদর পুনাওয়ালা। ছবি: সংগৃহীত
ঢাকা (২২ এপ্রিল): টিকা রপ্তানি আগামী জুলাই পর্যন্ত স্থগিত থাকতে পারে বলে জানিয়েছেন সিরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালা। তিনি বলেন, জুলাইয়ের পর থেকে প্রতি মাসে ১০০ মিলিয়ন ডোজ কোভিডের টিকা সরবরাহ করা সম্ভব হবে। বুধবার ভারতের এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি এসব কথা জানান।
পুনাওয়ালা জানান, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকার উৎপাদন বাড়াতে কেন্দ্রীয় সরকার ৪ হাজার ৫০০ কোটি রূপি দেয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু তাদের আর্থিক সহায়তার অপেক্ষায় না থেকে দ্রুত উৎপাদন শুরু করতে সেরাম ইন্সটিটিউট ব্যাংক থেকে ঋণ নিয়ে কাজ শুরু করেছে।
তিনি বলেন, রাজ্যের কাছে প্রতিটি কোভিশিল্ড ৪০০ রূপিতে এবং বেসরকারি হাসপাতালের কাছে ৬০০ রূপি করে বিক্রি করা হবে। আর কেন্দ্রীয় সরকার ১৫০ রূপিতেই এ টিকা পাবে।
আগামী ১ মে থেকে ভারতে টিকাদান কর্মসূচির নতুন রাউন্ড শুরু হবে। এতে ১৮ বছরের উর্ধ্বে যে কেউ টিকা নিতে পারবেন। এ রাউন্ডের জন্য প্রতি মাসে আরো প্রায় ২০ লাখ ডোজ অতিরিক্ত টিকা লাগবে বলে জানান পুনাওয়ালা। তিনি বলেন, জুলাইয়ের পর প্রতি মাসে ১০০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
পুনাওয়ালা বলেন, মিডিয়ার মাধ্যমে জেনেছি আমাদের জন্য তিন হাজার কোটি রূপি অনুমোদন করা হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই এ অর্থ পাওয়া যাবে। তবে সেজন্য আমরা অপেক্ষা করিনি। ব্যাংক থেকে ঋণ নিয়েই উৎপাদন শুরু করে দিয়েছি। এ সপ্তাহের মধ্যেই সরকারের অনুমোদিত অর্থ আমরা হয়তো পেয়ে যাব।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এবং টিকার সংকটের আশংকায় কেন্দ্রীয় সরকার ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির আওতায় টিকা রপ্তানি স্থগিত রেখেছে। পুনাওয়ালা বলেন, এ অবস্থা জুলাই পর্যন্ত বহাল থাকতে পারে।
তিনি বলেন, ‘রপ্তানির ব্যাপারে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি। তবে এখনকার পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি আগামী দুই মাস আমাদের রপ্তানির বিষয় ভাবা ঠিক হবে না। জুন-জুলাই নাগাদ আমরা হয়তো অল্প কিছু টিকা রপ্তানি শুরুর চিন্তা-ভাবনা করতে পারি। এখন আমাদের দেশের প্রয়োজনটাইকে অগ্রাধিকার দিতে হচ্ছে।’