পাকিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ১২
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (২২ এপ্রিল): পাকিস্তানের কোয়েটার একটি বিলাসবহুল হোটেলে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে সংঘটিত ওই বিস্ফোরণের ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে। এ খবর জানিয়েছে বিবিসি, ডন।
ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটার সেরেনা হোটেলের পার্কিং লটে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন ।
দেশটির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি ধারণা করচ্ছেন সেখানকার কোনো গাড়িতে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। এক পুলিশ কর্মকর্তা ওই বিস্ফোরণে নিহত হয়েছেন।
এ বিষয়ে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লানগোভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ওই অঞ্চলে সন্ত্রাসবাদ বেড়ে গেছে। অবশ্য, ওই হামলার আগে কোনো হুমকি দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, ওই হামলার দায় পাকিস্তানি তালেবান স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।