অক্সিজেন লাইনে ফুটো: ভারতে ২২ করোনা রোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

দুর্ঘটনার পর হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পরীক্ষা করে দেখছেন। ছবি: এপি
ঢাকা (২১ এপ্রিল): ভারতের পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহের লাইনে ফুটো হওয়ায় সরবরাহ বাধাগ্রস্থ হয়ে ভেন্টিলেটরে থাকা ২২ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে এপি এ তথ্য জানিয়েছে।
ডিস্ট্রিক্ট কালেক্টর সুরজ মান্ধার জানিয়েছেন, দুর্ঘটনার পর অন্য রোগীদের অক্সিজেনের সরবরাহ আবার ঠিকমত শুরু হয়েছে।
দমকল বাহিনীর কর্মকর্তা সঞ্জয় বৈরাগি জানিয়েছেন, ১৫ মিনিটের মধ্যেই দমকল বাহিনী সরবরাহ লাইনের ফুটো বন্ধ করতে সক্ষম হয়েছে। তবে মহারাষ্ট্রের নাসিক এলাকার জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন সরবরাহে সমস্যা ছিল। উল্লেখ্য, মহারাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণের হার সবচেয়ে বেশি।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে হাসপাতাল এলাকায় সাদা ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এর ফলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
সুরিন্দর সোনন নামে একজন পুলিশ কর্মকর্তা জানান, হাসপাতাল কমপ্লেক্সের মূল ট্যাঙ্কে অক্সিজেন সরবরাহ সংযোগকারী পাইপে ফুটো হয়েছিল। তিনি বলেন, কোভিড আক্রান্ত ১৪০ জন রোগীর মধ্যে পাঁচজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাজ্য সরকার এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।
ভারতে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা প্রথমবারের মতো ২ হাজার ছাড়িয়ে যাওয়ায় সেখানে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ভারতে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৪১জন।