ভারতে একদিনে আক্রান্ত প্রায় তিন লাখ, মৃত ২,০২৩
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ইনফোগ্রাফ: আনন্দবাজার পত্রিকা
ঢাকা (২১ এপ্রিল): ভারত এবার করোনাভাইরাস দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার জন। আর মৃত্যু হয়েছে দুই হাজার ২৩ জনের। বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খবর জি নিউজ, আনন্দবাজার পত্রিকা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এই প্রথম একদিনে মৃত্যু ২ হাজার ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৩ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনে। বুধবার সকাল পর্যন্ত নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জন। মোট আক্রান্তের দিক থেকে এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম আমেরিকা।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দৈনিক আক্রান্তে জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ২৫ হাজার ৫৬১। এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ৫৭ হাজার ৫৩৮ জন। এর জেরে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রোগীদের সেবা দেওয়ার পরিসর ক্রমেই কমে আসছে। অনেক ক্ষেত্রেই একই শয্যায় একাধিক রোগীকে শুয়ে থাকতে দেখা গিয়েছে। অক্সিজেনের অভাব সামাল দিতে হিমসিম খাচ্ছে প্রশাসনও। অনেক জায়গাতেই অস্থায়ী কোভিড কেয়ার কেন্দ্র তৈরি করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজ্যের সরকার।
দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণ রোধ করতে লকডাউনও জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতে সোমবার থেকে চলছে লকডাউন। মহারাষ্ট্রেও ‘করোনা কারফিউ’ চলছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যেও চলছে লকডাউন। রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে দেশের বিভিন্ন শহরে। এর পাশাপাশি ভারতে বেশ জোরেসোরেই টিকাদান কর্মসূচি চলছে।