বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় আক্রান্ত হলেন রাহুল গান্ধী 

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৫৫, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:৫৭, ২০ এপ্রিল ২০২১
করোনায় আক্রান্ত হলেন রাহুল গান্ধী 

কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী । ফাইল ছবি

ঢাকা (২০ এপ্রিল): ভারতের কংগ্রেস অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় তিনি জানিয়েছিলেন, তার দেহে করোনার কিছু কিছু লক্ষণ দেখা দিয়েছে। তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে উল্লেখ করেন তিনি। এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্থান টাইম বাংলা’।

কংগ্রেসের প্রাক্তন এই সভাপতি অনুরোধ করেছেন, গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তারা যেন সব রকম সুরক্ষাবিধি মেনে চলেন। এদিকে রাহুলের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার দুপুরে দেওয়া ওই টুইট বার্তায় রাহুল গান্ধী বলেন, মুদৃ উপসর্গ দেখা দেওয়ার পর করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলাম। তাতে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।’ 

রাহুল গান্ধী ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। ওই সভার পরেই দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে পরবর্তী সব নির্বাচনী প্রচারণা সভা বাতিল করেন তিনি।

রাহুল গান্ধী বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণ রয়েছেন । তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। 

প্রসঙ্গত, গত সোমবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের করোনায় আক্রান্তের খবর সামনে আসে।  


 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়