কোভিড-১৯: বিশ্বের ৮০ শতাংশ দেশে না যাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (২০ এপ্রিল): সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পরায় ৮০ শতাংশ দেশে ভ্রমণে না যেতে জনগণকে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবার মিডিয়াতে পাঠানো ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি।
ভ্রমণ নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস ভ্রমণকারীদের জন্য সাংঘাতিক হুমকি হয়ে দেখা দিয়েছে। বিশ্বের ২০০ দেশের মধ্যে এখন কেবল ৩৪টি দেশ যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।
করোনাভাইরাসের কারণে ইতোমধ্যেই সারা বিশ্বে ৩০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ লাখই হচ্ছেন যুক্তরাষ্ট্রের।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছে, সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেশন (সিডিসি) এর নির্দেশনা অনুযায়ী তারা নতুন ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা দেশের তালিকার সংখ্যা বাড়বে বলে জানানো হয়েছে।
বর্তমানে যেসব দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভ্রমন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে সেসব দেশের সঙ্গে নতুন করে আফগানিস্তান, রাশিয়া, মোজাম্বিক এবং ব্রাজিলের নাম যুক্ত করা হয়েছে।
সিডিসি করোনার টিকা না নিয়ে জনগণকে দেশের ভেতরেও চলাচল না করার পরামর্শ দিয়েছে। সিডিসি আরো বলেছে, টিকা নেওয়া সত্ত্বেও দেশের বাইরে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।