জলবায়ু সংকট মোকাবেলায় সময় দ্রুত চলে যাচ্ছে: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

জলবায়ু সংকট মোকাবেলায় সময় দ্রুত চলে যাচ্ছে। ছবি: সংগৃহীত
ঢাকা (২০ এপ্রিল): জলবায়ু সংকট মোকাবেলায় সময় দ্রুত চলে যাচ্ছে। ২০২১ সালকে হতে হবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ জনগণকে রক্ষায় ফলপ্রসু পদক্ষেপের বছর। সোমবার এমনটাই জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের উদ্যোগে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলনের প্রাক্কালে জাতিসংঘের পক্ষ থেকে এ কথা বলা হল। খবর এএফপি।
জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, জলবায়ু সংকট মোকাবেলায় সময় দ্রুত চলে যাচ্ছে। কোভিড-১৯ মহামারির কারণে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রয়োজনীয ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের জলবায়ু শীর্ষ সম্মেলনের আগে এ আহ্বান জানানো হল।
জলবায়ু সংকট মোকাবেলায় উন্নত দেশগুলোর উৎসাহী প্রচেষ্টার লক্ষ্য নিয়ে বাইডেনের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে অংশ নেওয়ার জন্য চল্লিশজন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউএমও) এর ‘স্টেট অফ দ্য গ্লোবাল ক্লাইমেট ২০২০ রিপোর্ট’ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা অতল গহ্বরের শেষ প্রান্তে এসে পৌঁছেছি।’
প্রকৃতির বিরুদ্ধে লড়াই বন্ধ করার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, ‘এটি সত্যিই মানবতার ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। আর এই প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, আমাদের নষ্ট করার মতো সময় নেই। বিশ্বে জলবায়ু বিপর্যয় ঘটছে।’
এ প্রতিবেদনে ২০২০ সালকে অন্যতম উষ্ণতম বছর হিসাবে উল্লেখ করা হয়েছে। এ সময়ে মহামারির কারণে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বেড়েছে।
গুতেরেস বলেন, ‘নৃতাত্ত্বিক জলবায়ু পরিবর্তনের কারণে গত বছর "চরম আবহাওয়া এবং জলবায়ু বিপর্যয় ঘটেছে। এর ফলে মানুষের জীবন প্রভাবিত হয়েছে, জীবিকা ধ্বংস হয়েছে এবং বহু মানুষকে ঘর ছাড়া করেছে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বছর। বিশ্বের বিভিন্ন দেশকে ২০৫০ সালের মধ্যে শূণ্য নির্গমনের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’ ‘জলবায়ু পরিবর্তনের বিপর্যয়মূলক প্রভাবের বিরুদ্ধে মানুষকে রক্ষা করতে এখনই পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়।’