বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

মঙ্গলে ড্রোন উড়িয়ে ইতিহাস সৃষ্টি নাসার

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৯, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:১০, ২০ এপ্রিল ২০২১
মঙ্গলে ড্রোন উড়িয়ে ইতিহাস সৃষ্টি নাসার

মঙ্গলের পিঠে ইনজেনুয়িটি। ছবি: বিবিসি

ঢাকা (২০ এপ্রিল): মঙ্গলগ্রহের আকাশে ড্রোন উড়িয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসা জানিয়েছে প্রথমবারের মত মঙ্গলগ্রহের পৃষ্ঠ থেকে সফলভাবে একটি ছোট ড্রোন ওড়ানো সম্ভব হয়েছে। মঙ্গলগ্রহ থেকে একটি উপগ্রহের মাধ্যমে পৃথিবীতে পাঠানো তথ্যে এ খবর জানা গেছে। খবর বিবিসি।

ইনজেনুয়িটি নামের ড্রোনটি মঙ্গলের আকাশে এক মিনিটের কম সময়ে উড়েছে। কিন্তু নাসা বলছে মঙ্গলের মতো একটি গ্রহের আকাশে প্রথমবারের মতো এ ড্রোন ওড়ানোর সাফল্যে তারা উল্লসিত। এ সাফল্য আগামীতে আরও দুঃসাহসিক বিমান ওড়ানোর দিগন্ত উন্মোচন করেছে।

বিবিসি জানিয়েছে, মাত্র এক দশমিক আট কেজি ওজনের ড্রোনটি মঙ্গলের পৃষ্ঠ থেকে উড়ে ৪০ সেকেন্ড পর সফলভাবে অবতরণ করেছে। বিজ্ঞানীরা বলছেন, ইনজেনুয়িটি ড্রোনের প্রযুক্তির সীমাবদ্ধতা পরীক্ষা করার পর একে এখন তারা আরও উঁচুতে এবং আরও দূর পর্যন্ত পাঠাতে চান।

নাসার পারসিভেয়ারেন্স রোভার যান ড্রোনটি বহন করে মঙ্গলে নিয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে এই পারসিভেয়ারেন্স মঙ্গলের পৃষ্ঠে জেযেরো গহ্বরে অবতরণ করে। আশা করা হচ্ছে, এরকম ড্রোন দিয়ে এরপর থেকে মঙ্গল বা অন্য কোনো গ্রহের ভূ-প্রকৃতি এবং পরিবেশ পর্যবেক্ষণ অনেক সহজ হবে।

ক্যালিফোর্নিয়ায় নাসার এক গবেষণাগারে ইনজেনুয়িটি প্রকল্পের ব্যবস্থাপক মিমি অং বলেন, ‘আমরা এখন বলতে পারি, মানুষ আরেকটি গ্রহের আকাশে ড্রোন জাতীয় আকাশ যান উড়িয়েছে।’

তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি মঙ্গলের আকাশে 'রাইট ভ্রাতৃদ্বয়ের প্রথম বিমান ওড়ানোর মুহূর্ত কবে আসবে', আজ আমরা সেই মুহূর্তে পৌঁছতে পারলাম।’

উইলবার আর অরভিল রাইট ১৯০৩ সালে পৃথিবীর আকাশে প্রথম শক্তি-চালিত বিমান নিয়ে উড়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। এটাকে সেরকমই এক ঐতিহাসিক মুহূর্ত বলে ব্যাখ্যা করেছেন তিনি।

ছবিতে দেখা যায় মঙ্গলের বুক থেকে মাত্র এক দশমিক আট কেজি ওজনের এই ড্রোনটি প্রায় ৩মিটার উপরে ওঠে, ড্রোনের পাখাগুলো ঘুরতে দেখা যায়, ড্রোনটি এদিক থেকে ওদিকে যায় এবং প্রায় ৪০ সেকেন্ড পর ড্রোনটি আবার সফলভাবে মঙ্গলের মাটিতে অবতরণ করে।

মঙ্গলের মাটি থেকে ড্রোনের মতো কোন যান আকাশে ওড়ানো সহজ কাজ নয়। কারণ মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা। পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্বের মাত্র ১% শতাংশ ঘনত্ব রয়েছে মঙ্গলে। এর ফলে কোন পাখাওয়ালা যানের জন্য বাতাস কেটে খুব বেশি ওপরে ওঠা খুবই কঠিন।

বিজ্ঞানীরা বলছেন প্রথম উড্ডয়ন সফল হবার পর আগামী দিনগুলোতে তারা আরও চারটি ফ্লাইট ওড়ানোর চেষ্টা করবেন। প্রতিটি ফ্লাইটে ড্রোনকে একটু একটু করে আরো দূর পর্যন্ত ওড়ানো হবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়