বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

রুশ বিমান হামলায় সিরিয়ায় ২০০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৫, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:০১, ২০ এপ্রিল ২০২১
রুশ বিমান হামলায় সিরিয়ায় ২০০ জঙ্গি নিহত

ফাইল ছবি

ঢাকা (২০ এপ্রিল):  সিরিয়ার জঙ্গি আস্তানায় বিমান হামলায় দুই শতাধিক জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। দেশটির পালমিরা শহরের কাছে জঙ্গি ঘাঁটিতে রাশিয়ার বিমান বাহিনী ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনীর রিকনসিলিয়েশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলেকজান্দার কারপভ বলছেন, সোমবার সিরিয়ার পালমিরা শহরের  দুটি ঘাঁটি লক্ষ্য করে রুশ যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে।

একটি বিবৃতিতে কারপভ জানান, এই ঘটনায় ২০০ জঙ্গি নিহত এবং জঙ্গিদের ব্যবহৃত ২৪টি যান ও ৫০০ কেজি গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করা হয়েছে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়