মায়ানমারে আটক জাপানি সাংবাদিককে মুক্তির আহবান
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

কাতাজুমিকে রবিবার রাতে সেনাবাহিনী আটক করেছে। ছবি: এপি
ঢাকা (১৯ এপ্রিল): ইয়াঙ্গুনে আটক জাপানি সাংবাদিক ইয়ুকি কিতাজুমিকে মুক্তি দেওয়ার আহবান জানিয়েছে জাপান সরকার। সোমবার মায়ানমার সরকারকে এ ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে বলে জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর এপি।
বিবিসি বার্মিজ শাখা প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, কাতাজুমিকে রবিবার রাতে সেনাবাহিনী আটক করেছে। আটকের সময় তাকে দুই হাত উচু করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি কাৎসুনোবু কাতো সাংবাদিকদের জানিয়েছেন, সরকার এ আটকের বিস্তারিত কারণ এবং তথ্য জানানো পাশাপাশি যত দ্রুত সম্ভব তাকে ছেড়ে দিতে মায়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছে।
কাতো বলেন, ‘ মায়ানমার সরকারকে তাকে মুক্তি দেয়ার আহবান অব্যাহত থাকবে। একই সঙ্গে সেখানে অবস্থানকারী জাপানি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’
কাতাজুমি ইয়াঙ্গুন মিডিয়া প্রফেশনালস নামে একটি মিডিয়া প্রোডাকশন কোম্পানি পরিচালনা করেন। এছাড়া তিনি নিক্কেই বিজনেস ডেইলি নামে একটি পত্রিকাতেও কাজ করেন বলে তার ফেসবুকে দেওয়া তথ্যে জানা গেছে।