ভারতে ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে প্রায় পৌনে ৩ লাখে পৌঁছেছে
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ইনফোগ্রাফ: আনন্দবাজার পত্রিকা
ঢাকা (১৯ এপ্রিল): ভারতে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা কেবল বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। এ সংখ্যা রবিবারের থেকে প্রায় ১২ হাজার বেশি। এক দিনে দেশে আক্রান্তের দিক থেকেও এ সংখ্যা সর্বোচ্চ। খবর এপি, আনন্দবাজার পত্রিকা।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংক্রমণের সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের। এ নিয়ে সেখানে করোনায় মোট ১ লাখ ৭৮ হাজার ৭৬৯ জনের মৃত্যু হলো।
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। ২৪ ঘণ্টায় সেখানে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ১৩ জন। এই মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৯ লক্ষ ২৯ হাজার ৩২৯ জন। রোগী বৃদ্ধির কারণে সেখানে হাসপাতাল, নার্সিংহোমগুলিতে বেড আর খালি নেই। কোথাও কোথাও একই বেডে দু’জন রোগীও বাধ্য হয়ে রাখতে হচ্ছে। এমনকি অক্সিজেন না পেয়ে কোভিড রোগীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
সংক্রমণের এই হার রোধে বিভিন্ন রাজ্য এবার আরও এক বার লকডাউন দিতে চাইছে। মহারাষ্ট্রে ১ মে পর্যন্ত ‘করোনা কারফিউ’ জারি করা হয়েছে। মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে রাত্রিকালীন কারফিউর পাশাপাশি সপ্তাহান্তে হচ্ছে সম্পূর্ণ লকডাউন। রাজস্থানেও সোমবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনের লকডাউন। তামিলনাড়ুতে মঙ্গলবার থেকে শুরু হবে রাত্রিকালীন কারফিউ এবং রবিবার লকডাউন। বিহার, কর্নাটকের মতো রাজ্যেও রাত্রিকালীন কারফিউ জারি হয়েছে। পাশাপাশি মাস্ক পরা নিয়ে জনগণের উদাসীনতা ঠেকাতে কঠোর হচ্ছে স্থানীয় প্রশাসন।