মিশরে ট্রেন লাইনচ্যুত, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (১৯ এপ্রিল): মিশরের রাজধানী কায়রোর উত্তর অঞ্চলে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন।
মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে কালিউবিয়া প্রদেশে রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৪ মিনিটে এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিশর জাতীয় রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে মানসৌরা যাওয়ার পথে এর চারটি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার পর ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স আহতদের কালিউবিয়া প্রদেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
এর আগে, মার্চে দেশটির তাহতার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।