বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ভারতে একদিনে মৃত্যু ১৫০১, শনাক্ত ২ লাখ ৬১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৬, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:০৯, ১৮ এপ্রিল ২০২১
ভারতে একদিনে মৃত্যু ১৫০১, শনাক্ত ২ লাখ ৬১ হাজার

ফাইল ছবি

ঢাকা (১৮ এপ্রিল): মহামারি করোনা যেন মৃত্যুপুরীতে পরিণত করেছে ভারতকে। প্রতিদিনই দেশটি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর নতুন করে রেকর্ড হচ্ছে আর রেকর্ড ভাঙছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায়  মারা গেছেন ১,৫০১ জন মানুষ। এ সময়ে করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে দুই লাখ ৬১ হাজার ৫০০ জন। 

ভারতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৭ লাখ ছাড়িয়ে গেল। রবিবার সকালে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’।

এনডিটিভি’র প্রতিবেদন থেকে জানা যায়, টানা চারদিন ভারতে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হল। এ সংক্রমণের তালিকায় শীর্ষ পাঁচে আছে— মহারাষ্ট্র (৬৭ হাজার ১২৩), উত্তর প্রদেশ (২৭ হাজার ৭৩৪), দিলি (১৭ হাজার ৪৮৯) ও ছত্তিশগড় (১৬ হাজার ৮৩)।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়