ভারতে ফের করোনা হাসপাতালে আগুন, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রতীকী ছবি
ভারতে আবারও করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে পুড়ে পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। এ খবর এনডিটিভি’র।
রায়পুরের ‘রাজধানী হাসপাতালে’ শনিবার সন্ধ্যায় ৭টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। ওই হাসপাতালে সে সময় অন্তত ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ কর্মকর্তা তার্কেশ্বর প্যাটেল এ বিষয়ে জানান, আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহত ও অন্যান্য রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করা হবে।
এর পূর্বে, ৯ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরের একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে চারজনের মৃত্যু হয়।