প্রিন্স ফিলিপ সমাহিত
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (১৮ এপ্রিল): ‘ডিউক অব এডিনবার্গ’ খ্যাত প্রিন্স ফিলিপের শেষকৃত্য উইন্ডসর দুর্গে সম্পন্ন হয়েছে। সেখানকার সেন্ট জর্জেস চ্যাপেলে চিরনিদ্রায় শায়িত হন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী যুবরাজ ফিলিপ।
শনিবার ব্রিটেনের স্থানীয় সময় বিকেল তিনটায় প্রিন্স ফিলিপের অন্ত্যোষ্টিক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
অবশ্য, মহামারি করোনাভাইরাসের কারণে বিধি-নিষেধ মেনে এই শেষকৃত্যানুষ্ঠানে মাত্র ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। তারা সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অতিথিদের তালিকায় ছিলেন রাণী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের পরিবারের সদস্যরা।
যুবরাজ ফিলিপ গত ৯ এপ্রিল ৯৯ বছর বয়সী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।