বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ডিউক অব এডিনবরার শেষকৃত্য আজ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫৪, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৫৫, ১৮ এপ্রিল ২০২১
ডিউক অব এডিনবরার শেষকৃত্য আজ

ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ এপ্রিল): ব্রিটেনের রানি এলিজাবেথের প্রয়াত স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্য আজ অনুষ্ঠিত হচ্ছে। উইণ্ডসর দুর্গে রাজকীয় এই অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হবে শনিবার ব্রিটেনের সময় বিকেল তিনটায় (বাংলাদেশ সময় রাত আটটায়)। প্রিন্স ফিলিপ ৯ই এপ্রিল উইণ্ডসর ক্যাসেলে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর। খবর বিবিসি।

প্রিন্স ফিলিপের মরদেহ এখন উইণ্ডসর ক্যাসেলের ভেতরে একটি হলঘরে রাখা হয়েছিল। এই দুর্গের ভেতরেই অন্য প্রান্তে অবস্থিত সেন্ট জর্জেস চ্যাপেলে তাকে সমাহিত করা হবে।

জানা গেছে, মৃত্যুর আগে প্রিন্স ফিলিপ জানিয়েছিলেন, তার অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা যেন সীমিত রাখা হয়। তাই তার মরদেহ সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়নি। তবে শেষকৃত্যের অনুষ্ঠান টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।

ইংল্যান্ডে এখন করোনাভাইরাস মহামারি থাকায় এই শেষকৃত্যানুষ্ঠানে মাত্র ৩০ জন অতিথি উপস্থিত থাকবেন। এসব অতিথিদের তালিকায় আছেন রানি এলিজাবেথ ও ডিউক অব এডিনবরার পরিবারের সদস্যরা এবং ডিউক অব এডিনবরার তিন জন জার্মান সদস্য।

মূল অনুষ্ঠানে ডিউকের স্মরণে পুরো ব্রিটেন জুড়ে এক মিনিটের নিরবতা পালন করা হবে। এ অনুষ্ঠান শুরু ও শেষ হবে তোপধ্বনির মধ্যে দিয়ে। এর পর গির্জার ভেতরে কফিন নিয়ে যাওয়া হবে। গির্জার আনুষ্ঠানিকতা বা সার্ভিস শেষে ডিউককে সেন্ট জর্জেস চ্যাপেলের রাজকীয় ভল্টে সমাহিত করা হবে।

এই শেষকৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে ব্রিটেনে জাতীয় শোক পালন শেষ হবে। তবে রাজপরিবার আরো এক সপ্তাহ ধরে শোক পালন করবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়