ফের রেকর্ড ভাঙল, ভারতে শনাক্ত ২ লাখ ১৭ হাজার
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ইনফোগ্রাফ: আনন্দবাজার পত্রিকা
ঢাকা (১৬ এপ্রিল): মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে বিপর্যস্ত ভারত। প্রায় প্রতিদিনই আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা কিনা এ পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
ভারতে এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ১৮৫ জন করোনা রোগী। এ নিয়ে ভারতে মোট ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জন করোনাভাইরাসে মারা গেলেন। দেশটিতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩ জন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেখানকার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে।