রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ১০ কূটনীতিক বহিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
ঢাকা (১৬ এপ্রিল): রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ ঘোষণার সঙ্গে ১০ রাশিয়ান কূটনীতিককে ওয়াশিংটন থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়াশিংটন বলেছে মার্কিন নির্বাচনে ক্রেমলিনের হস্তক্ষেপ, সাইবার হামলা এবং আরো বেশ কিছু বৈরি কার্যকলাপের জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর এএফপি।
এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সরকারের ঋণ নিয়ে লেনদেন করে এমন মার্কিন ব্যাংকের ওপর বিধিনিষেধ বাড়িয়েছেন, গোয়েন্দাগিরির অভিযোগে ১০ কূটনীতিককে বহিষ্কার করেছেন এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ৩২ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
হোয়াইট হাউস এ বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, রাশিয়া যদি আন্তর্জাতিক পরিস্থিতি অবনতি ঘটানো অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে কৌশলগত এবং অর্থনৈতিকভাবে কার্যকর ব্যবস্থা নেবে।
এ নিষেধাজ্ঞার ব্যাপারে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, এ মুহূর্তে এ নিষেধাজ্ঞা আসন্ন সামিটের ওপর কোন প্রভাব ফেলবে না। আর হোয়াইট হাউস যেহেতু ব্যবস্থা গ্রহন করেছে রাশিয়ার পাল্টা জবাবও অবশ্যম্ভাবী।