করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ১৪ হাজার
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (১৬ এপ্রিল): মহামারি করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বিশ্বব্যাপী প্রতিদিনই বেড়ে চলেছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৮১৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন প্রায় ১৪ হাজার মানুষ।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে শুক্রবার সকালে এসব তথ্য জানা গেছে।
তারা আরও জানিয়েছে, করোনা মহামারিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ লাখ ৯৯ হাজার ২৪৬ জনের। এ ছাড়া এ পর্যন্ত আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১১ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৫৬ জন।
ওয়ার্ল্ডোমিটার-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। এ দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ লাখ ৭৮ হাজার ৯৯৩ জন প্রাণ হারিয়েছেন। আর দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৯৮০ জন।
বর্তমানে করোনা মহামারিতে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন। মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন। এবং সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৯৭৮ জন।
বিশ্বে এরপর অবস্থান ব্রাজিলের। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৩ জন। এর মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৯৫৪ জন। এবং তা থেকে সুস্থতা লাভ করেছেন ১ কোটি ২২ লাখ ৩৬ হাজার ২৯৫ জন।