সোমবার

১৩ মে ২০২৪


৩০ বৈশাখ ১৪৩১,

০৫ জ্বিলকদ ১৪৪৫

বাইডেনের চিফ অব স্টাফ হচ্ছেন রন ক্লেইন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৯, ১২ নভেম্বর ২০২০  
বাইডেনের চিফ অব স্টাফ হচ্ছেন রন ক্লেইন

ছবি: ফাইল ফটো

ঢাকা (১২ নভেম্বর): দীর্ঘদিনের বহুদর্শী সহযোগী রন ক্লেইনকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিয়োগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের টিমের পক্ষ থেকেই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি।

ক্লেইন ১৯৮০-র দশক থেকে বাইডেনের সহযোগী হিসেবে কাজ করছেন; প্রথমে সেনেটের জুডিশিয়ারি কমিটিতে ও পরে বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় তার চিফ অব স্টাফ হিসেবে। বারাক ওবামার সময় হোয়াইট হাউসের জ্যেষ্ঠ সহযোগী ও আল গোর ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তার চিফ অব স্টাফও ছিলেন ক্লেইন।

ট্রানজিশন টিমের প্রকাশ করা এক বিবৃতিতে বাইডেন ক্লেইনের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, “আমরা যখন এই সংকট মূহুর্ত ও আমাদের দেশকে ফের ঐক্যবদ্ধ করার বিষয়টির মোকাবেলা করছি তখন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে আমার দরকার তার গভীর, বিচিত্র অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিসরের সব ধরনের লোকের সঙ্গে কাজ করার ক্ষমতা।”

নবনির্বাচিত প্রেসিডেন্ট তার ওপর আস্থা রাখায় তিনি ‘গর্বিত’ বলে ক্লেইন এক বিবৃতিতে জানিয়েছেন।

১৯৮৯-৯২ সালে বাইডেন সেনেটের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান থাকাকালে ক্লেইন কমিটির চিফ কাউন্সেল হিসেবে কাজ করেছেন। ১৯৮৮ ও ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও বাইডেন প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন, অসফল ওই প্রচেষ্টার সময় তার উপদেষ্টা ও বক্তৃতালেখক হিসেবে কাজ করেছিলেন ক্লেইন।

ওবামা হোয়াইট হাউসে থাকাকালে ভাইস প্রেসিডেন্ট বাইডেনের চিফ অব স্টাফ হিসেবে ২০০৯-১১ পর্যন্ত দায়িত্বপালন করেছেন ক্লেইন। পরে ২০১৪ সালে প্রাণঘাতী রোগ ইবোলার সামান্য প্রাদুর্ভাব দেখা দিলে ওবামার অধীনে ‘ইবোলা জার’ হিসেবে কাজ করেন তিনি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়