সোমবার

১৭ নভেম্বর ২০২৫


৩ অগ্রাহায়ণ ১৪৩২,

২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

কাশ্মিরের অচলাবস্থা নিরসনে ভারত-পাকিস্তানের গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩৫, ১৫ এপ্রিল ২০২১  
কাশ্মিরের অচলাবস্থা নিরসনে ভারত-পাকিস্তানের গোপন বৈঠক

ছবি: রয়টার্স

ঢাকা (১৫ এপ্রিল): ভারত ও পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা জানুয়ারিতে দুবাইতে গোপনে বৈঠক করেছেন। কাশ্মিরে সামরিক উত্তেজনা কমাতে নতুন করে দু’দেশের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক করা হয়েছে। ওই বৈঠকের সঙ্গে ঘনিষ্ট দিল্লির কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।  

২০১৯ সালে কাশ্মিরে ভারতের সামরিক যানবহরে আত্মঘাতী হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক বিদ্রোহী গ্রুপের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ার পর থেকেই দুদেশের সম্পর্কে শীতলাবস্থা বিরাজ করছে।

ওই বছরই আরো পরের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত নিয়ন্ত্রিত কাশ্মির থেকে স্বায়ত্বশাসন প্রত্যাহার করে সেখানে নিরাপত্তা আরো জোরদার করেন। এর ফলে পাাকিস্তানেও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এতে দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আরো অবনতি ঘটে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করা হয়।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে একটি গ্রহন যোগ্য রোডম্যাপ তৈরীর জন্য দুই দেশের সরকারই পরোক্ষ চ্যানেলের মাধ্যমে কূটনীতি শুরু করে।

ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে কাশ্মির। দুই পক্ষ গোটা কাশ্মিরকে নিজের বলে দাবি করে। তবে কাশ্মিরের দুই অংশই দুই দেশের দখলে রয়েছে।

দুবাইয়ের বৈঠকের সঙ্গে ঘনিষ্ট সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সরকারের মধ্যস্থতায় অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নিতে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (আরএডাব্লিউ), গোয়েন্দা সংস্থার কর্মকতারা এবং পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স (আইএসআই) এর কর্মকর্তারা দুবাই গিয়েছিলেন।

এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাইলে তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। আর আইএসআইয়ের নিয়ন্ত্রণ সংস্থা পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকেও এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।

পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা মনে করেন, পাকিস্তান এবং ভারতের গোয়েন্দা কর্মকর্তারা বেশ কয়েক মাস ধরেই তৃতীয় কোন দেশে বৈঠক করে আসছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় থাইল্যান্ড, দুবাই বা লন্ডনে দু পক্ষের শীর্ষ পর্যায়ের কমকর্তারাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’ 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়