ভারতে ১০ দিনে দ্বিগুণ সংক্রমণ, আক্রান্ত ছাড়িয়েছে ২ লাখ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ইনফোগ্রাফ: আনন্দবাজার পত্রিকা
ঢাকা (১৫ এপ্রিল): ভারতে করোনাভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩৯ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪১ লাখে পৌছেছে। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা, এএফপি, রয়টার্স।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে এক লাখ ৭৩ হাজার ১২৩ জনে। করোনায় আক্রান্তের সংখ্যার দিক থেকে এখন ভারত বিশ্বে দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে আমেরিকা।
করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সময় ভারতে একদিনে আক্রান্ত ১ লাখ ছাড়িয়ে যায়নি। এ বছর ৫ এপ্রিল প্রথম বার দেশের দৈনিক সংক্রমণ ১ লাখ ছাড়িয়েছিল। দেড় লাখ ছাড়িয়েছিল ১১ এপ্রিল। আজ ১৫ এপ্রিল আক্রান্ত ২ লাখ পেরিয়ে গেল। মাত্র ১০ দিনের মধ্যে ভারতে একদিনে সংক্রমণ দ্বিগুণ হয়েছে।
দ্বিতীয় ঢেউয়ের জেরে দৈনিক মৃত্যু পর পর দু’দিন হাজার ছাড়িয়েছে। দৈনিক সংক্রমণের এই বৃদ্ধি সক্রিয় রোগীর সংখ্যা বাড়িয়েছে। ২৪ ঘণ্টায় লক্ষাধিক সক্রিয় রোগী বেড়েছে। এখন ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৭১ হাজার ৮৭৭ জন। এই সক্রিয় রোগী বৃদ্ধির কারণে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে জায়গা ক্রমেই ফুরিয়ে আসছে।
দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ শুরুতে ভারতের ৮-৯ রাজ্যে আবদ্ধ ছিল। কিন্তু গত কয়েক দিনে আরও কয়েকটি রাজ্যে সংক্রমণ বেড়েছে। ১৮-১৯টি রাজ্যেও সংক্রমণ এখন বেশ ভয়াবহ রূপ নিয়েছে। সংক্রমণে এখন মহারাষ্ট্র সবার শীর্ষে। ২৪ ঘণ্টায় সেখানে প্রায় ৫৯ হাজার জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশে এই প্রথমবার নতুন আক্রান্ত একদিনে ২০ হাজার ছাড়িয়েছে। রাজধানী দিল্লিতে তা বাড়তে বাড়তে ১৭ হাজারে পার করেছে। ছত্তীসগড়ে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে ১৪ হাজারের বেশি। কর্নাটকেও আক্রান্ত ১১ হাজার পেরিয়ে গেছে। এছাড়া মধ্যপ্রদেশ (৯৭২০), কেরালা (৮৭৭৮), তামিলনাড়ু (৭৮১৯), গুজরাট (৭৪১০), রাজস্থানে (৬২০০) বাড়ছে আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও এ সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বেড়ে ৬ হাজারের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। হরিয়ানার অবস্থাটাও একই রকম। বিহার, অন্ধ্রপ্রদেশে দৈনিক আক্রান্ত ৪ হাজারের বেশি। পঞ্জাব, ঝাড়খণ্ড, তেলঙ্গানায় দৈনিক আক্রান্ত ৩ হাজারের বেশি। উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং ওড়িশাতেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।
করোনার এই সংক্রমণ মোকাবিলা করতে লকডাউনের কড়াকড়ি ফিরিয়ে আনতে চাইছে বিভিন্ন রাজ্য প্রশাসন। মহারাষ্ট্রে ইতিমধ্যে বিধিনিষেধ জারি করা হয়েছে। মধ্যপ্রদেশেও চলছে লকডাউন। ছত্তীসগড়ে রাত্রিকালীন কারফিউ ছাড়াও কিছু কিছু এলাকায় আংশিক লকডাউন জারি হয়েছে। কর্নাটকেও বিভিন্ন শহরেও চলছে একই রকম বিধিনিষেধ। রাজস্থানেও শুক্রবার থেকে ১২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে।