একদিনে করোনায় মৃত সাড়ে ১৩ হাজার, আক্রান্ত ৮ লাখ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (১৫ এপ্রিল): বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৫৩২ জন মানুষ। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আট লাখ চার হাজার ৩১৬ জন।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৫২২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ লাখ ৮৫ হাজার ৬৩৯ জনের। এবং সুস্থ হয়েছেন ১১ কোটি ১৬ লাখ ১৭ হাজার ৫৯২ জন।
তারা আরও জানিয়েছে, সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৯২ জন। করোনায় শনাক্ত হয়েছে ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন। এবং এ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ১৬১ জন।
বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন। আর দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১৫২ জন।
বিশ্বে এরপর রয়েছে ব্রাজিলের অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ লাখ ৬২ হাজার ১৮০ জন। এবং সুস্থতা লাভ করেছেন ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৭৯৮ জন।






















