সোমবার

১৩ মে ২০২৪


৩০ বৈশাখ ১৪৩১,

০৫ জ্বিলকদ ১৪৪৫

সৌদি আরবে বোমা হামলায় আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:০৭, ১২ নভেম্বর ২০২০  
সৌদি আরবে বোমা হামলায় আহত ৪

ছবি: সংগৃহীত

ঢাকা (১১ নভেম্বর): সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় বিস্ফোরণে অন্তত চার জন আহত হয়েছে। বুধবার একটি কবরস্থানে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ অনুষ্ঠানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় কূটনীতিকদের আয়োজিত অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘জেদ্দার একটি অমুসলিম কবরস্থানে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের বার্ষিক স্মরণ অনুষ্ঠানে ফ্রান্সেরসহ বেশ কয়েকটি কনস্যুলেট অংশ নেয়, যাদের লক্ষ্য করে আজ সকালে আইডি (উন্নত বিস্ফোরক ডিভাইস) হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে। ফ্রান্স এই কাপুরুষোচিত ও অসমর্থনীয় হামলার তীব্র নিন্দা জানায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রিস কর্মকর্তা বলেছেন, ‘জেদ্দার অমুসলিম কবরস্থানে বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। চার জন স্বল্পমাত্রায় আহত হয়েছে। এদের মধ্যে এক গ্রিক রয়েছে।’
 
এ ঘটনার কয়েক ঘণ্টা পর মক্কার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গ্রীসের একজন এবং সৌদি আরবের একজন নিরাপত্তা কর্মকর্তা হামলায় আহত হয়েছেন। সৌদিআরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএতে প্রচারিত বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। হামলার সময় বেশ কয়েকজন বিদেশী কুটনীতিক উপস্থিত ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এমন সময় এই হামলার ঘটনা ঘটলো যখন মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ ঘটনায় মুসলিম দেশগুলোতে বিক্ষোভ আন্দোলন অব্যাহত আছে। গত মাসে জেদ্দায় ফরাসি কনস্যুলেটে এক নিরাপত্তা রক্ষীর ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছিল এক সৌদি নাগরিক। একই দিন ফ্রান্সের দক্ষিণের শহর নিসের একটি গির্জায় ছুরি হামলায় নিহত হয় তিন জন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়