সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু
ঢাকা (১৩ এপ্রিল): সৌদি আরবে আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে হয়েছে পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। সৌদি কর্তৃপক্ষ সোমবারই এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। খবর সৌদি গেজেট।
সৌদি রাজ দরবারের উদ্বৃতি দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, মঙ্গলবার ১৩ এপ্রিল থেকে ১৪৪২ হিজরির রমজান মাস শুরু হবে। সৌদিসহ বিশ্বের অন্যান্য দেশে এবার দ্বিতীয় বারের মতো কোভিড ১৯ এর মধ্যে কঠোর সতর্কতার মাধ্যমে রমজান পালন করা হচ্ছে।
চাঁদ দেখার পর রমজান মাস শুরুর ঘোষণা দিয়ে সুপ্রিম কোর্ট দুই পবিত্র মসজিদের অভিভাবক, যুবরাজ, সৌদির সরকার ও জনগণ এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
সৌদির পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশেও মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে। এক্ষেত্রে শুধু ওমান বাদ রয়েছে। ওমানে রোজা শুরু হবে ১৪ এপ্রিল বুধবার থেকে। ওমানের ধর্ম মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
সৌদির সঙ্গে আরো যেসব দেশে মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে সেগুলো হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, মিশর, সুদান, লিবিয়া, আলজেরিয়া, তিউনেশিয়া, সিরিয়া, ইরাক, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ভারতের কিছু অংশ।