মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সৌদিসহ মধ্যপ্রাচ্যে কাল থেকে রোজা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৬, ১২ এপ্রিল ২০২১  
সৌদিসহ মধ্যপ্রাচ্যে কাল থেকে রোজা

ছবি: সংগৃহীত

ঢাকা (১২ এপ্রিল): সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রবিবার খালিজ টাইমসের এক রিপোর্টে এ তথ্য জানা গেছে।

রিপোর্টে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে রবিবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ হিসেবে ১২ এপ্রিল সৌদিতে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। তাই সেখানে রমজান মাস শুরু হবে আগামী মঙ্গলবার থেকে।

এতে আরো বলা হয়েছে, শনিবার সৌদি চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। সেদিন দেশের কোথাও চাঁদ দেখা গেলে কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।  

এদিকে আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রবিবার বলেছে, খারাপ আবহাওয়ার কারণে দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। এ ব্যাপারে কমিটি আজ সোমবার আবার বৈঠকে বসবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়