মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফের রেকর্ড ভারতে, একদিনে শনাক্ত ১ লাখ ৫২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫৯, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:১৩, ১১ এপ্রিল ২০২১
ফের রেকর্ড ভারতে, একদিনে শনাক্ত ১ লাখ ৫২ হাজার

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। ফাইল ছবি

ঢাকা (১১ এপ্রিল): ভারতে একদিনে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড ফের ভাঙল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এ সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩৯ জন। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রবিবার সকালে এ খবর জানিয়েছে।

এর মধ্যে টানা পাঁচদিন ভারতে ২৪ ঘণ্টায় এক লাখের উপর করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হল। দেশটিতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ। এই মহামারিতে মোট প্রাণ হারিয়েছেন দেশটির এক লাখ ৬৯ হাজারেরও বেশি নাগরিক। 

এর আগের দিনে ভারতে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছিল এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। এ সময়ে মারা গিয়েছিল ৭৯৪ জন মানুষ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়