তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (১১ এপ্রিল): সৌদি আরবে তিন সেনাসদস্যের মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করা হয়েছে। ‘শত্রুদের সহযোগিতা’ এবং ‘গুরুতর বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এ দণ্ড দেওয়া হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ আদালতে ন্যায্য বিচারের ভিত্তিতে তাদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় থেকে অবশ্য ‘শত্রু’ কারা সে বিষয়ে কোনো তথ্য দেওয়া জানানো হয়নি।
দ্য হিউম্যান রাইটস কমিশন সূত্রে জানা গেছে, সৌদি আরবে ২০২০ সালে ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এবং এর পূর্বের বছরে দেশটিতে ১৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।