১৭ এপ্রিল প্রিন্স ফিলিপের শেষকৃত্য
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রিন্স ফিলিপ
ঢাকা (১১ এপ্রিল): ‘ডিউক অব এডিনবার্গ’ খেতাবধারী ব্রিটেনের যুবরাজ ফিলিপের শেষকৃত্য আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ব্রিটিশ রাজপরিবার থেকে এ তথ্য জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স তার এক প্রতিবেদনে জানিয়েছে।
প্যালেসের এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের সদ্য প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যে প্রিন্স হ্যারি উপস্থিত থাকবেন।
জানা গেছে, মহামারি করোনা পরিস্থিতির কারণে প্রিন্স ফিলিপের শেষকৃত্যে উপস্থিত সীমিত রাখা হবে। শেষকৃত্যে ব্রিটেনের বর্তমান রাণীসহ যারা উপস্থিত থাকবেন তারা সবাই মাস্ক পরাসহ করোনাকালীন স্বাস্থ্য সচেতনতা বজায় রাখবেন।
এদিকে, বাকিংহাম প্যালেসের ফটকে ও উইন্ডসর প্যালেসের বাইরে প্রিন্স ফিলিপের সম্মানে বহু মানুষ ফুল রেখে গেছেন। অবশ্য, রাজপরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছেÑ ফুলের বদলে প্রিন্স ফিলিপ স্মরণে দাতব্য প্রতিষ্ঠানে যেন অর্থ দেওয়া হয়।
গত শুক্রবার ৯৯ বছর বয়সে প্রিন্স ফিলিপ মারা যান।