মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

পশ্চিমবঙ্গে চতুর্থদফা ভোট গ্রহন শুরু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:০৬, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ০০:২১, ১১ এপ্রিল ২০২১
পশ্চিমবঙ্গে চতুর্থদফা ভোট গ্রহন শুরু

ইনফোগ্রাফ: আনন্দবাজার পত্রিকা

ঢাকা (১০ এপ্রিল): পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চতুর্থদফা ভোট গ্রহন শুরু হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ৪৪টি কেন্দ্রে শুরু হওয়া এ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন। এদিকে এ নির্বাচনেও কয়েক জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। খবর জি নিউজ।

কুচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার ৪৪ টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হওয়ার চতুর্থ দফার এ নির্বাচনে লড়াই করেছেন ৩৭৩ জন প্রার্থী।

সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় সবাইকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি টুইটে লিখেছেন, ‘পশ্চিবঙ্গের নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহন শুরু হওয়ায় আমি জনগণকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আহবান জানাচ্ছি। বিশেষ করে তরুণ এবং নারী ভোটারদের সবাইকে ভোট দেয়ার আহবান জানাচ্ছি।’  

৪৪টি কেন্দ্রের মধ্যে হাওড়ায় রয়েছে ৯টি, হুগলিতে ১০টি, কুচবিহারে ৯টি, আলিপুরদুয়ারে ৫টি এবং দক্ষিণ ২৪ পরগনায় ১১টি। এদের মধ্যে সবচেয়ে ছোট কেন্দ্র হচ্ছে বালি। এখানে মোট ভোটার ১ লাখ ৭৬ হাজার ১জন। আর সবচেয়ে বড় হচ্ছে চুনচুরা। এর মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৭০১ জন। মোট ১ কোটি ১৫ লাখ ৮১ হাজার ২২ জন ভোটার আজ ভোট দিচ্ছেন। এদের মধ্যে ২ লাখ ৬৩ হাজার ১৬জনই হচ্ছেন নতুন ভোটার।

বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। এসব নির্বাচনের ভোট গণনা শুরু হবে ২ মে।

এদিকে এ নির্বাচনেও কয়েক জায়গায়  সহিংসতার খবর পাওয়া গেছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কুচবিহারের শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়াতে গিয়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। তৃণমূলের সমর্থিতরাই এ ঘটনা ঘটিয়েছে বলে মৃত কিশোরের পরিবার অভিযোগ করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়