মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

দুই বছরের মধ্যে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা মায়ানমার সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৩৩, ১০ এপ্রিল ২০২১  
দুই বছরের মধ্যে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা মায়ানমার সেনাবাহিনীর

ছবি: সংগৃহীত

ঢাকা (০৯ এপ্রিল): মায়ানমারে দুই বছরের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। শুক্রবার রাজধানী নেপিডতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনা মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল জাও মিন টুন প্রথমবারের মতো ক্ষমতা হস্তান্তরের এ সময়সীমা ঘোষণা করেন। খবর রয়টার্স।

সেনা মুখপাত্র বলেন, দুই বছরের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। অচিরেই মন্ত্রণালয়ের কার্যক্রম আবার শুরু করার পাশাপাশি ব্যাংকগুলোও খুলে দেওয়া হবে।

জেনারেল জাও মিন টুন বলেন, শান্তিকামী জনগণ সহযোগিতা করছে বলে সরকার বিরোধী বিক্ষোভ কমে আসছে। মানুষের এ চাওয়াকে আমরা সম্মান করি। আমরা জনগণকে অনুরোধ করছি তারা যেন তাদেরকে সহায্য করতে সেনাবাহিনীকে সহযোগিতা করেন।

তিনি বলেন, সেনাবাহিনীর কাছে ২৪৮ জনের মৃত্যুর রেকর্ড রয়েছে। বিদ্রোহী জনতাকে দমন করতে কোন স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা হয়নি বলে তিনি উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি জানান, জনতার সঙ্গে সংঘর্ষে ১৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সেনা মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কেউ যে সামিরক সরকারকে স্বীকৃতি দেয়নি বলে যে খবর প্রকাশিক হয়েছে তা সঠিক নয়। আমরা বিদেশি রাষ্ট্রের সঙ্গে আমরা সহযোগিতা করছি এবং প্রতিবেশি দেশগুলোর সঙ্গে আমরা এক সঙ্গে কাজ করছি।   

এদিকে শুক্রবারও নিরাপত্তা বাহিনীর গুলিতে ইয়াঙ্গুনের বাগো শহরে চার বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মায়ানমারের অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) গ্রুপ জানিয়েছে সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪৮ শিশুসহ ৬১৪ জন নিহত হয়েছেন। এছাড়া ২,৮০০ মানুষকে আটক করা হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়