মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

নাইজেরিয়ায় ১১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২২, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ০৬:০২, ১০ এপ্রিল ২০২১
নাইজেরিয়ায় ১১ সেনা নিহত

নাইজেরিয়ায় অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীদের হামলায় ১১ সেনা নিহত। ফাইল ছবি

ঢাকা (০৯ এপ্রিল): নাইজেরিয়ার বেনু রাজ্যে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীদের হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তা ও ১০ সৈনিক নিহত হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা রয়টার্স-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়া সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ এরিমা এ বিষয়ে বলেন, রুটিন অভিযান পরিচালনার সময় প্রাথমিকভাবে সেনারা নিখোঁজ হয়। এরপর অনুসন্ধান এবং উদ্ধারকারী দল তাদের মৃতদেহ খুঁজে পায়। 

এ সময় তিনি আরও বলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

এদিকে, অপরাধীদের খুঁজে বের করতে সেনাবাহিনীর পরিচালিত অভিযানের ভয়ে বেসামরিক নাগরিকরা পালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। সেখানে এক স্থানীয় নেতার বাড়ি পুড়িয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে। 

উল্লেখ্য, এর  আগে সোমবার নাইজেরিয়ার দক্ষিণে অস্ত্রধারীরা হামলা চালিয়ে ১৮ শ’ কারাবন্দীকে মুক্ত করে নিয়ে যায়।  
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়