মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়, নিহত ১৬৫

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০২, ৯ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:০৬, ৯ এপ্রিল ২০২১
ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়, নিহত ১৬৫

ছবি: সংগৃহীত

ঢাকা (০৯ এপ্রিল): ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় ‘সারোজা’র আঘাতে ১৬৫ জন মানুষ মারা গেছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৪৫ জন। 

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে বলে সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে প্রকাশ পায়।

সিনহুয়া জানায়, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান দনি মোনার্দো জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে পূর্ব নুসা তেনগারা প্রদেশে ১৬৩ জন এবং পশ্চিম নুসা তানগারা প্রদেশের বিমা জেলায় দু’জন প্রাণ হারান।’

এদিকে, এ ঝড়ের ফলে আরও ৪৫ জন নিখোঁজ রয়েছেন। এবং গৃহহীন হয়ে পড়েছেন ২০ হাজার ৯২৯ জন মানুষ। 

এ ঘটনায় ইন্দোনেশিয়া পুলিশ ও সেনাবাহিনীর সাত হাজার ৫৭২ সদস্য নিখোঁজদের উদ্ধারে মোতায়েন করা হয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়