মমতাকে ইসিআই’র দ্বিতীয় নোটিশ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: মমতা বন্দ্যোপাধ্যায়
ঢাকা (০৯ এপ্রিল): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বারের মতো নোটিশ দিয়েছে ইলেকশন কমিশন অব ইনডিয়া (ইসিআই)। শুক্রবার দেওয়া এ নোটিশে ২৮ মার্চ ও ৭ এপ্রিল কেন্দ্রের ভূমিকা নিয়ে করা মন্তব্য নিয়ে কাল ১০ এপ্রিলের মধ্যে মমতার অবস্থান জানতে চাওয়া হয়েছে।
এর আগে বুধবার কমিশন মমতাকে আরেকটি নোটিশে আচরণ বিধি লংঘনের অভিযোগ এনেছিল। কেন্দ্রীয় সরকার ভোটারদের ভয় দেখিয়ে ভোট না দিতে বাধ্য করছে বলে মমতা মন্তব্য করায় তার বিরদ্ধে এ নোটিশ দিয়েছে ইসিআই।
২৮ মার্চ একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে মমতা বলেছেন, ‘তাদেরকে কে এতো ক্ষমতা দিয়েছে যে, কেন্দ্রীয় পুলিশ নারীদের ভোট না দিতে দিয়ে ভয় দেখায়? ২০১৯ সালে আমি একই জিনিস লক্ষ্য করেছি। ২০১৬ সালেও একই ঘটনা ঘটেছিল।’
আর ৭ এপ্রিল কুচবিহারে এক জনসভায় মমতা বলেছেন, ‘আমি জানি কাদের নির্দেশে তারা মারধোর করেছে এবং কিভাবে করেছে। আপনার দায়িত্ব হচ্ছে জনগণের পরিবারকে রক্ষা করা। আমাদের মা বোনের গায়ে যদি আর একটি লাঠিও পড়ে তাহলে, ছুরি চাকু যা কিছু আছে তাই নিয়ে তাদেরকে প্রতিহত করবেন। এ কথা আমি আপনাদের বলছি। এটা একজন নারীর অধিকার। আর কোন মা বা বোনকে যদি ভোট দিতে না দেওয়া হয় তাহলে আপনারা প্রতিবাদ জানিয়ে বেড়িয়ে আসুন।’
আট দফায় অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গ নির্বাচনের তিন দফা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চতুর্থ দফা নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। এসব নির্বাচনের ভোট গণনা শুরু হবে ২ মে।