মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

পশুর জন্য টিকা নিবন্ধন করল রাশিয়া

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৫০, ৯ এপ্রিল ২০২১   আপডেট: ০২:৫৫, ৯ এপ্রিল ২০২১
পশুর জন্য টিকা নিবন্ধন করল রাশিয়া

ছবি: সংগৃহীত

ঢাকা (০৯ এপ্রিল): পশুদের করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার একটি ভ্যাকসিন রেজিস্ট্রেশন করল রাশিয়া। ‘কার্নিভাক-কোভ’ নামে এই ভ্যাকসিন চলতি এপ্রিল থেকে ব্যাপক উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছে ভ্যাকসিনটির নিয়ন্ত্রক সংস্থা রোজেলখোজনাডজোর।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, একাধিক পরীক্ষার পর রাশিয়ার কৃষি নিয়ন্ত্রক সংস্থা বুধবার জানিয়েছে, বিড়াল, কুকুর, শিয়াল ও মিনকের শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে।
 
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে রাশিয়ায় পশু ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছিল এবং এতে কুকুর, বিড়াল, আর্কটিক শিয়াল, শিয়াল ও অন্যান্য পশুগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। 

রোজেলখোজনাডজোরের প্রধান কনস্ট্যান্টিন সাভেনকভ বিবৃতিতে বলেছেন, পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি, ভ্যাকসিনটি নিরাপদ ও তা দেওয়ার পর পশুদের শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডিও তৈরি হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, ট্রায়াল শুরু হওয়ার পর থেকে পশুগুলোকে কমপক্ষে ছয় মাস পর্যবেক্ষণে রাখা হয়। সে সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে কিনা তা দেখা হয়। এরপর আমরা সিদ্ধান্তে আসি, পশুর শরীরে ভাসাসিনটি কার্যকর।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়