মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

মিয়ানমারে আরও ৭ বিক্ষোভকারী নিহত

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:০৪, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:০৫, ৮ এপ্রিল ২০২১
মিয়ানমারে আরও ৭ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারে আরও ৭ বিক্ষোভকারী নিহত। ছবি সংগৃহিত

ঢাকা (০৮ এপ্রিল): গত বুধবার জান্তা সরকারের গুলিতে মিয়ানমারে আরও সাতজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। জান্তা সরকারের বিরুদ্ধে এদিনও উত্তাল ছিল মিয়ানমারের রাজপথ। 

দেশটির কয়েকটি গণমাধ্যম  প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, সেখানে বার বার গুলির শব্দ শোনা গেছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

এদিকে দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে একটি চীনা কারখানায় বুধবার আগুন লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। একইসঙ্গে চীনা পতাকাও পুড়িয়েছে তারা।

দেশটির গণতন্ত্রপন্থীরা মিয়ানমারজুড়ে বিক্ষোভ, ধর্মঘট, অসহযোগের মতো আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছেন। অবশ্য, দেশটির সামরিক শাসক কর্তৃপক্ষ বলছে, নাগরিক ‘অবাধ্যতার আন্দোলন’ মিয়ানমারকে ‘ধ্বংস করে দিচ্ছে’।

দেশটিতে প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভে অন্তত ৫৮০ জন নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে। গত ১ ফেব্রুয়ারি দেশটিতে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভ শুরু হয়। সামরিক বাহিনী বিরোধীদের দমন করার জন্য প্রাণঘাতী শক্তি ব্যবহার করলেও দেশব্যাপী বিক্ষোভ ও ধর্মঘট অব্যাহত রয়েছে। সূত্র: রয়টার্স।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়