সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউন না মানায় ৩০০ বার উঠবস, ফিলিপাইনে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৩৭, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৩৭, ৭ এপ্রিল ২০২১
লকডাউন না মানায় ৩০০ বার উঠবস, ফিলিপাইনে যুবকের মৃত্যু

ড্যারেন মানাওগ পেনারেদন্দো

ঢাকা (০৬ এপ্রিল):  ফিলিপাইনে এক যুবককে লকডাউন না মানার কারণে তিন শ’ বার উঠবস করিয়ে শাস্তি দিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরদিন মৃত্যুবরণ করেন। 

ফিলিপাইনের লুজন দ্বীপের কাভিতে প্রদেশের ট্রিয়াস শহরে সম্প্রতি এ ঘটনা বলে জানা গেছে বিবিসির এক প্রতিবেদনে। মারা যাওয়া ওই ফিলিপাইনি যুবকের নাম ড্যারেন মানাওগ পেনারেদন্দো। 

মৃত যুবকের স্ত্রী রেইশেলিন বেলসে স্থানীয় গণমাধ্যমগুলোকে জানান, ওই ঘটনার পর শুক্রবার পুরো দিন ড্যারেন ঠিক মতো দাঁড়াতে পারেননি।  প্রায় হামাগুড়ি দিয়ে চলাফেরা করেছেন।  তাকে ডাক্তারের কাছে যাওয়ার বললে,  তিনি বলেছিলেন সামান্য শরীর ব্যথা,  সেরে যাবে এমনিতেই। 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হন পানি আনার জন্য। এ সময় বের হবার পর তাকে পুলিশে ধরে।  সে সময় ওই যুবক একাধিকবার পুলিশকে বাড়ির বাইরে বের হওয়ার কারণ জানালেও পুলিশ তাতে কান দেয়নি। পুলিশ তাকে শাস্তি হিসেবে ১০০ বার ওঠবস করার। তবে একেবারে ১০০ বার ওঠবস করতে না পারায় তাকে ফের  ১০০ বার ওঠবস করতে বলা হয়। এভাবে মোট  ৩০০ বার ওঠবস করানো হয় ড্যারেনকে। ৩০০ বার ওঠবস করার পর ভোর ৬টার দিকে বাসায় ফিরলে তখন তিনি আর দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় ছিলেন না। 

উল্লেখ্য, করোনার সংক্রমণ বেড়ে যাবার কারণে কাভিতে প্রদেশজুড়ে লকডাউন জারি করেছে প্রাদেশিক সরকার কর্তৃপক্ষ। এ জন্য সেখানে সন্ধ্যা ৬ টার পর থেকে লোকজনকে বাড়িতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়