করোনা রোধে নাইট কারফিউ দিল্লিতে
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

করোনা রোধে নাইট কারফিউ জারি করেছে দিল্লি প্রশাসন
ঢাকা (০৬ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের রাজধানী দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে দিল্লি প্রশাসন। এ কারফিউ ৬ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে বলে জানা গেছে ।
মহামারি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে দিল্লি প্রশাসন।
কারফিউকালে চিকিৎসক, নার্স এবং অন্যান্য মেডিক্যাল স্টাফদের চলাফেরার জন্য আইডি কার্ড সাথে রাখা বাধ্যতামূলক। গর্ভবতী নারীরা ও জরুরি চিকিৎসা প্রয়োজন এমন লোকজন ক্ষেত্রে এ নিয়মের বাইরে থাকবেন।
এদিকে ওষুধ, মুদি দোকানের জিনিসপত্র, দুধ, এবং শাক-সবজি কেনার জন্য যেসব ব্যবসায়ীকে যাতায়াত করতে হবে তাদের কাছেও ই-পাস থাকতে হবে। সাংবাদিকদেরও নিরাপদে চলাফেরার জন্য ওই ই-পাস সাথে রাখতে হবে।