সংক্রমণ রোধে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

সংক্রমণ রোধে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ। ছবি: সংগৃহীত
ঢাকা (০৬ এপ্রিল): করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাতে নগরীতে কারফিউ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের দিল্লি সরকার। মঙ্গলবার সরকারের এক সিদ্ধান্তে বলা হয়েছে রাজধানী নয়া দিল্লিতে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ কার্যকর থাকবে। অনতিবিলম্বে এ নির্দেশ কার্যকর হবে। খবর জি নিউজ।
গেল কয়েকদিন ধরেই প্রতিদিন দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বাড়ছিল। সোমবার দিল্লিতে নতুন সংক্রমন ও মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ৩ হাজার ৫৪৮ এবং ১৫। এ নিয়ে পরপর চারদিন দিল্লিতে আক্রান্তের সংখ্যা রয়েছে সাড়ে তিন হাজারের উপরে। রবিবার দিল্লিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৩ জন। এটি ছিল এ বছরের মধ্যে সর্বোচ্চ। এ অবস্থার প্রেক্ষিতে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করা হল।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে রাজধানীতে রাত্রিকালীন কারফিউয়ের সুপারিশ করে একটি প্রস্তাব দেওয়ার একদিন পরই মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য শুক্রবার জানিয়েছিলেন, দিল্লি এখন করোনাভাইরাসের চতুর্থ ঢেউ মোকাবেলা করছে। তবে এখনো লকডাউনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে না।
এদিকে রাত্রিকালীন কারফিউ দেওয়ার প্রতিক্রিয়ায় দিল্লির বজেপি মুখপাত্র খেমচাঁদ শর্মা বলেছেন, রাত্রিকালীন কারফিউ পর্যাপ্ত নয়। সরকারের উচিৎ জনবহুল এলাকাতে স্বেচ্ছাসেবক নিয়োগ করে জনসমাগম নিয়ন্ত্রণ করা। সেই সঙ্গে শনাক্ত, পরীক্ষা এবং আইসোলেশন বাড়ানোর সঙ্গে সঙ্গে বয়স্কদের কোভিডের টিকা দেওয়ার বিষয়েও আন্তরিক হওয়া দরকার।