সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

করোনার টিকা গ্রহনকারীরাই ওমরা হজ্জ্বের সুযোগ পাবেন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪৫, ৬ এপ্রিল ২০২১  
করোনার টিকা গ্রহনকারীরাই ওমরা হজ্জ্বের সুযোগ পাবেন

রমজান মাসে মক্কায় মানুষের সমাগম বাড়ানো হবে। ছবি: আরব নিউজ

ঢাকা (০৬ এপ্রিল): করোনাভাইরাসের টিকা নিয়েছেন বা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন এমন ব্যক্তিরাই কেবল এবার সৌদি আরবে ওমরা হজ্জ্ব করার সুযোগ পাবেন। সোমবার সৌদি আরবের হজ্জ¦ ও ওমরা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ, এএফপি।

হজ্জ¦ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া রমজান মাসে মক্কা এবং মদিনাতে মসজিদে নববীতে মানুষের সমাগম বাড়ানো হবে। যারা করোনার দুটি টিকা নিয়েছেন তাদেরকেই কেবল এ দুই পবিত্র স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মক্কা এবং মদিনা সফরের ১৪ দিন আগে যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন এবং যারা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন তারাও সেখানে যাবার সুযোগ পাবেন বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রত্যেককে তার টিকা নেওয়ার অবস্থা জানাতে সৌদি আরবের কোভিড ১৯ অ্যাপ তাওয়াককালনাতে নিবন্ধন করতে হবে। সৌদি আরবের করোনাভাইরাসের সংক্রমণ নির্ধারণ করতে গেল বছর এটি চালু করা হয়েছিল। ওমরা পালনে আগ্রহী যারা মক্কা এবং মদিনা সফর করতে চান, তাদেরকে তাওয়াককালনা অ্যাপ এবং ওমরা অ্যাপ ইটমারনাতে নিবন্ধন করতে হবে। দুই মসজিদের স্থান সংকুলান সাপেক্ষে এবং স্বাস্থ্য বিধি অনুসরণ করে নিবন্ধন দেওয়া হবে। তাওয়াককালনা অ্যাপ এবং ওমরা অ্যাপ ইটমারনাই হচ্ছে ওমরার অনুমতির একমাত্র উপায় বলে উল্লেখ করে মন্ত্রণালয় অন্য কোন ওয়েবসাইট বা পন্থা অবলম্বন করে ‘পারমিট’ না নেওয়ার ব্যাপারে আগ্রহী ওমরা পালনকারীদের সাবধান করে দিয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়