সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

ব্যাংককে তিনতলা ভবন ধস, নিহত ৫

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৫১, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৫৪, ৪ এপ্রিল ২০২১
ব্যাংককে তিনতলা ভবন ধস, নিহত ৫

থাইলান্ডে তিনতলা ভবন আগুন লেগে ধসে পড়েছে। ছবি: রয়টার্স

ঢাকা (০৪ এপ্রিল): থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নিকটবর্তী এলাকাতে একটি তিনতলা ভবন আগুন লেগে ধসে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন মানুষ নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই ভবনটিতে গত শনিবার সকালে আগুন লাগে। এ সময় এক ঘণ্টার চেষ্টাতে আগুন নেভানো সম্ভব হয়।  অবশ্য কী কারণে সেখানে আগুন লাগে তা এ পর্যন্ত শনাক্ত করা যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ধোঁয়া ও ধুলা ছড়িয়ে ভবনটি ভেঙে পড়ছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে এখনো পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার কথা জানানো হয়েছে। এদের মধ্যে একজন ভবনের বাসিন্দা ও চারজন উদ্ধারকর্মী বলে জানা গেছে।
 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়