সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

নন্দীগ্রামে বিজেপি জয়ী হবে: নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৪৭, ২ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৪৮, ২ এপ্রিল ২০২১
নন্দীগ্রামে বিজেপি জয়ী হবে: নরেন্দ্র মোদি

ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ঢাকা (০১ এপ্রিল): নন্দীগ্রামে বিজেপি জয়ী হবে জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলায় যে ‘আসল পরিবর্তন’-এর জোর হাওয়া বইছে তা প্রথম দফাতেই বোঝা গেছে। বৃহস্পতিবার বিধানসভায় নির্বাচনী সভা বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস। 

নরেন্দ্র মোদি বলেন, ‘‘দিদিকে দেখুন। তা হলেই সব বুঝে যাবেন। দিদিই ওপিনিয়ন পোল, দিদিই এক্সিট পোল। ওঁর চোখ-মুখ, হাব-ভাবেই সব পরিষ্কার বোঝা যাচ্ছে।’’

নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে আর হাওড়ার উলুবেড়িয়ায় জনসভায় যোগ দেন। দুই সভাতেই মোদি নন্দীগ্রাম প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘বাংলা যা চাইছে সেটাই হয়েছে নন্দীগ্রামে। দিদি, প্রথমে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন। পরে বুঝলেন সেটা ভুল করেছেন।’’

মোদি বলেন, বাংলায় যে ‘আসল পরিবর্তন’-এর জোর হাওয়া বইছে তা প্রথম দফাতেই বোঝা গিয়েছে। তিনি বলেন, ‘দিদি সব কিছুতে শুধু বাধা দিতেই জানেন। শিল্পকে ধ্বংস করেছেন। ১০ বছর কোনও পরিকল্পনা ছাড়াই সরকার চালিয়েছেন। কিন্তু একবিংশ শতকের বাংলায় ওই সরকার চলবে না। বাংলার দরকার এক দূরদৃষ্টিসম্পন্ন সরকার, যারা পরিকল্পনা করে বাংলার উন্নতির লক্ষ্যে কাজ করবে।’’

নন্দীগ্রামের ভোট বিজেপির পক্ষেই গিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রথম দফার ভোটে মানুষের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে ২০০–র বেশি আসন নিশ্চিত। গোটা বাংলা যা করবে, নন্দীগ্রাম তা আজই দেখিয়ে দিয়েছে। ১০ বছর যদি ঠিকভাবে কাজ করতেন তাহলে কী আজ অন্য দলের কাছে সাহায্য চাইতে হত? 

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটে নন্দীগ্রামে তৃণমূলের হয়ে লড়ছেন মমতা বন্দোপাধ্যায় আর বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বয়ালের বুথে বিজেপি ৮০ শতাংশ জাল ভোট দিয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দোপাধ্যায়। এরপরই মমতাকে আক্রমণ করে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দিলেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়