সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩২, ১ এপ্রিল ২০২১  
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪

লস এঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত। ছবি: রয়টার্স

ঢাকা (০১ এপ্রিল): যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে শিশুসহ চারজন নিহত হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় লস এঞ্জেলেসের অরেঞ্জ শহরতলীর অফিস ভবনে এ গুলির এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্স, নিউইয়র্ক টাইমস।

অরেঞ্জ পুলিশের লেফটেন্যান্ট জেনিফার আমাত বলেন, গুলিবর্ষণের ঘটনার পর স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ পশ্চিম লিংকলন এভিনিউর ওই ভবনে পৌছায়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। পুলিশের গুলিতে তিনি আহত হয়েছেন।

তিনি বলেন, বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পুলিশ আসার পর সেখানে দুজনের সঙ্গে গুলিবিনিময় হয়েছে। 

মেট্রো সিটি অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর চারজনের লাশ উদ্ধার করেছে তারা। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্থিতিশীল আছে এবং‘জনগণের প্রতি এখন কোনো হুমকি নেই।’

পুলিশের দেওয়া তথ্যমতে, যে ভবনে হামলা হয়েছে সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত। উপর থেকে নেওয়া ছবিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকতে দেখা গেছে। এ ছাড়া তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানাননি তারা।

হামলার ঘটনাকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ভয়ঙ্কর ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। হামলার পর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভয়ঙ্কর হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা ও ভালোবাসা থাকবে।’
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়