সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

করোনামুক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:২৪, ৩১ মার্চ ২০২১  
করোনামুক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী 

ছবি: সিনেটর ফয়সাল জাভেদ খানের টুইট টুইটবার্তা

ঢাকা (৩১ মার্চ): পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। সিনেটর ফয়সাল জাভেদ খান মঙ্গলবার এক টুইটে এ তথ্য জানিয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

টুইটবার্তায় ফয়সাল জাভেদ খান জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা থেকে পুরোপুরি মুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী আস্তে আস্তে কাজ শুরু করেছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তার কাজ গুছিয়ে নেয়া শুরু করেছেন। একই তিনি সঙ্গে জাতীয় আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করছেন। 

এতে আরো বলা হয়, দু’দিন আগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফয়সাল সুলতান ঘোষণা দিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে সুস্থ হচ্ছেন। কয়েক দিনের মধ্যে তিনি নিয়মিত কাজে ফিরতে পারবেন। 

উল্লেখ, করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নেয়ার দু’দিন পরে ২০ শে মার্চ ইমরান খানের দেহে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে।

জাতীয় স্বাস্থ্য সার্ভিস আরো জানিয়েছে যে, প্রধানমন্ত্রী যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি ‘পূর্ণাঙ্গভাবে টিকা নেননি’। তিনি প্রথম ডোজের টিকা নেয়ার দু’দিন পরে আক্রান্ত হয়েছেন। কিন্তু কোনো টিকা কার্যকর হওয়ার জন্য এই সময় পর্যাপ্ত নয়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়