সুয়েজ খালে আটকে পড়া জাহাজ সরানো হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

সরানো হয়েছে সুয়েজ খালে আটকে পড়া জাহাজ। ছবি: বিবিসি
ঢাকা (২৯ মার্চ): মিশরের সুয়েজ খালে মঙ্গলবার থেকে আড়াআড়িভাবে আটকে পড়া প্রায় ২০ হাজার কনটেইনারবাহী জাহাজটি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, এভার গিভেন নামে বিশাল জাহাজটি খালের খোলা জায়গার পাড়ের দিকে নেওয়া হয়েছে। খবর বিবিসি।
এছাড়া মেরিটাইম সার্ভিস কোম্পানি ইঞ্চকেপও জানিয়েছে, জাহাজটি আটকে পড়া অবস্থা থেকে মুক্ত করা হয়েছে। এর ফলে খালে এখন স্বাভাবিক ভাবেই অন্যান্য জাহাজ চলাচল করতে পারবে।
মঙ্গলবার জাহাজটি আটকে সুয়েজ খালে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জাহাজ চলাচলের সঙ্গে সম্পৃক্ত সবাই বেশ উদ্বিগ্ন ছিলেন। ছয় দিনেও সরানো সম্ভব না হওয়ায় ৩০০ এর বেশি জাহাজের জট তৈরি হয় বিশ্বের অন্যতম ব্যস্ত এ জলপথের দুই প্রান্তে।
বিবিসি জানায়, শনিবার ভরা