বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

আমেরিকা হচ্ছে বিশ্বের বাতিঘর: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫৫, ৮ নভেম্বর ২০২০   আপডেট: ২১:৫৬, ৮ নভেম্বর ২০২০
আমেরিকা হচ্ছে বিশ্বের বাতিঘর: বাইডেন

উইলমিংটনে শনিবার ভাষণ দেন বাইডেন। ছবি আল জাজিরা

ঢাকা (৮ নভেম্বর): আমেরিকাকে বিশ্বের বাতিঘর হিসেবে উল্লেখ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম ভাষণে জো বাইডেন সবার প্রতি ঐক্যের আহবান জানিয়ে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের ‘আত্মা’কে ফিরিয়ে আনতে চান, দেশকে ‘বিভক্ত না করে ঐক্যবদ্ধ’ করতে চান। খবর সিএনএন, আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনে নিজের নির্বাচনী প্রচার সদর দপ্তর থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, এখন যুক্তরাষ্ট্রকে ‘সারিয়ে তোলার’ সময়। “আমি চেয়েছিলাম আমেরিকার আত্মাকে ফিরিয়ে আনতে, এই জাতির মেরুদণ্ড মধ্যবিত্ত শ্রেণিকে পুনর্গঠন করতে এবং আমেরিকার প্রতি ফের পুরো বিশ্বের শ্রদ্ধা ফিরিয়ে আনতে, আমাদের মধ্যে একতা ফিরিয়ে আনতে।”

বাইডেন বলেন, শুভ এবং অশুভ শক্তির মধ্যে অব্যহত লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের দেশ গড়ে উঠেছে। এখন শুভশক্তির বিকাশের সময় এসেছে। আজ সারাবিশ্বের মানুষ আমেরিকাকে দেখছে। আমি বিশ্বাস করি আমেরিকা হচ্ছে বিশ্বের বাতিঘর। আমরা ক্ষমতা জাহির করে বিশ্বকে নেতৃত্ব দেইনা। তিনি বলেন, আমি সব সময় বিশ্বাস করি একটি শব্দের মাধ্যমে আমেরিকাকে প্রকাশ করা যায়। সেটা হলো সম্ভাবনা। এর অর্থ হচ্ছে আমেরিকাতে সবাইকেই তার স্বপ্ন পূরণের সুযোগ দেয়া উচিত। সুযোগ পেলে ইশ্বর প্রদত্ত ক্ষমতার মাধ্যমেই একজন ব্যক্তি তার স্বú্ন পূরণ করতে সক্ষম হয়।

তিনি বলেন, আমি দেশের সম্ভাবনায় বিশ্বাস করি। আমরা সবসময়ই সামনে এগিয়ে যাব। আশা করি আমেরিকা হবে আরো মুক্ত, স্বাধীন এবার ন্যায়নিষ্ঠায় পরিপূর্ণ। আগামীর আমেরিকায় কর্মসংস্থান সৃষ্টি হবে। সেখানে থাকবে আত্মমর্যাদা আর পারস্পারিক শ্রদ্ধাবোধ। আগামীর আমেরিকা হবে ক্যান্সার আর অ্যালজ্যাইমারের মতো রোগ মুক্তির আমেরিকা। আগামীর আমেরিকাতে কেউ পেছনে পড়ে থাকবেন না। সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব।

উৎসবমুখর সমর্থকদের সামনে ভাষণ দিতে এসে বাইডেন বলেন, “আমি এমন একজন প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যিনি বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন; যিনি লাল রাজ্য বা নীল রাজ্য দেখবেন না, শুধু যুক্তরাষ্ট্রকে দেখবেন।

নির্বাচনে যারা তাকে ভোট দেননি তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখন কর্কশ রাজনৈতিক বাগাড়ম্বর দূরে ঠেলে পরিস্থিতি স্বাভাবিক করার সময়, আবার একে অপরের দিকে তাকান, ফের একে অপরের কথা শোনেন আর এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রতিপক্ষকে শত্রু হিসেবে বিবেচনা বন্ধ করুন।”

বাইডেন জানান, জানুয়ারিতে তার অভিষেকের দিন থেকেই যেন সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় তা নিশ্চিত করতে তিনি তার করোনাভাইরাস রেসপন্স কমিটি গঠন করে রাখবেন।

৭৭ বছর বয়সী জো বাইডেন এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ডেলাওয়ারের তিনি সবচেয়ে বেশি সময় সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়