রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় আক্রান্ত পাকিস্তানের ইমরান খান 

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:৩৩, ২০ মার্চ ২০২১   আপডেট: ২৩:৩৮, ২০ মার্চ ২০২১
করোনায় আক্রান্ত পাকিস্তানের ইমরান খান 

ছবি: টিকা নেওয়ার দু’দিন পর ইমরান খানের শরীরে করোনা শনাক্ত

ঢাকা (২০ মার্চ): পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাসে (কোভিড-১৯)  আক্রান্ত হয়েছেন। করোনার টিকা নেওয়ার দু’দিন পর তার শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে। শনিবার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে ডন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে,  প্রধানমন্ত্রী করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ইমরান খানের স্বাস্থ্যবিষয়ক সহযোগী ডা. ফায়সাল সুলতান টুইটে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।’

করোনা শনাক্ত হওয়ার আগের দিনই ইমরান খান খাইবার পাখতুনখোয়ায় ছাত্র সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পরার পর টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে চলে আসেন ইমরান খান। রাজনীতিবিদ, তারকা এবং জনগণ তার দ্রুত সুস্থতা কামনা করে টুইট করতে থাকেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়