রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

মায়ানমারের সামরিক সরকার বিরোধী নতুন সরকার

আন্তজার্তিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৪, ১৪ মার্চ ২০২১  
মায়ানমারের সামরিক সরকার বিরোধী নতুন সরকার

ছবি: মাযানমারে গণতন্ত্রকামীদের উপর পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ, সংগৃহীত

ঢাকা(১৪ মার্চ): মায়ানমারের সামরিক সরকারকে সরাতে দেশটির নির্বাচিত সংসদ সদস্যরা নতুন সরকার গঠন করেছে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে আত্মগোপনে থাকা দেশটির সংসদ সদস্যরা গঠিত এই সরকারকে বৈধ বলে দাবি করেছে। অনেকটা প্রবাসী সরকারের আদলে নতুন সরকারের কাঠামো। খবর বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাতস্থানে লুকিয়ে থাকা রাজনীতিবিদরা ঘোষণা দিয়েছেন, সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে।

অনেকটা প্রবাসী সরকারের আদলে কমিটি ফর রিপ্রেজেন্টিং পাইডুংসু হলত্তু (সিআরপিএইচ) নামে গঠিত হয়েছে এই গোপন সরকার। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মাহন উইন খিয়াং থান। 

গামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় খিয়াং থান বলেছেন, ‘এটা এমন একটা সময় যখন অন্ধকারের বিরুদ্ধে আমাদের নাগরিকদের লড়াই করার ক্ষমতার পরীক্ষা হচ্ছে। অতীতে আমাদের মধ্যে বিভেদ থাকলেও এখন অবশ্যই আমাদের হাতে হাত ধরে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে।’

এদিকে, সিআরপিএইচকে একটি অবৈধ গ্রুপ বলে মনে করে সামরিক বাহিনী। তারা সতর্ক কওে দিয়েছে, এই কমিটিকে যারা সহায়তা করবে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে। মায়ানমারে গত নভেম্বরের নির্বাচনে কারচুপি হয়েছে বলে সামরিক বাহিনী দাবি করলেও তা নিয়ে আন্তর্জাতিক মহলের দ্বিমত রয়েছে। 

গত সপ্তাহেই অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে ছয় লাখ ডলার আর ১১ কেজি স্বর্ণ গ্রহণের অভিযোগ এনেছে সামরিক বাহিনী। যদিও এর পক্ষে এখনো কোন প্রমাণ হাজির করা হয়নি। এই অভিযোগ নাকচ করে দিয়েছে এনএলডি আইন প্রণেতারা। 
সর্বশেষ তথ্যানুযায়ী, সেনাশাসনবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত আরও ১২ জন নিহত হয়েছেন। এ নিয়ে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা ৯০ ছাড়ালো।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়